চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে হরিরামপুর-সিবনগর ও ডিসি ইকো পার্কের প্রবেশ রাস্তার দু-পাশে সারিবদ্ধ তালগাছ
১. চুয়াডাঙ্গা শহর হতে সরারসরি বাস/লেগুনাতে করে তালসারিতে যাওয়া যায় অথবা বাস/সিএনজি/অটো যোগে দামুড়হুদা বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়, চুয়াডাঙ্গা হতে অটো রিজার্ভ করেতালসারিতে যাওয়া যায় । ২. দামুড়হুদা বাসস্ট্যান্ড হতে বাস/লেগুনা করে ডিসি ইকো পার্ক, তালসারিতে যাওয়া যায় ভাড়াঃ চুয়াডাঙ্গা-দামুড়হুদা বাসস্ট্যান্ড ১. বাস/সিএনজি/অটো যোগে-৩৫/- টাকা। দামুড়হুদা বাসস্ট্যান্ড হতে বাস/লেগুনা ৩০/- টাকা রিজার্ভ অটো-২০০-৩০০/- এর মধ্যে |
তালসারি কার্পাসডাঙ্গা ইউনিয়নে হরিরামপুর-সিবনগর ও ডিসি ইকো পার্কের প্রবেশ রাস্তার দু-পাশে সারিবদ্ধ তালগাছ থাকায় এই রাস্তার নামকরণ করা হয়েছে তালসারি। জমিদার নফর পাল চৌধরীর স্মৃতিবিজরিত এই তালসারি রাস্তা দিয়ে কোলকাতা যাওয়ার রাস্তা ছিল। বতমানে ৪৮ একর বিভিন্ন প্রজাতির বগান ও ৭৮ একর বটতলী বিলের জলকর নিয়ে ডিসি ইকো পার্কে তৈরি হয়েছে। যার একমাত্র রাস্তা হলো এই তালসারি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS