দামুড়হুদা উপজেলা (চুয়াডাঙ্গা জেলা) আয়তন: 308.11 বর্গ কিমি। অবস্থান: 23°29' থেকে 23°42' উত্তর অক্ষাংশ এবং 88°39' থেকে 88°51' পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে আলমডাঙ্গা ও মেহেরপুর সদর উপজেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং মেহেরপুর সদর উপজেলা।
জনসংখ্যা 255279; পুরুষ 132042, মহিলা 123237। মুসলিম 248994, হিন্দু 4677, খ্রিস্টান 23, বৌদ্ধ 1538 এবং অন্যান্য 47।
প্রাচীন নিদর্শন ও পুরাকীর্তি মালেকুল গাউছের সমাধি (চারুলিয়া গ্রাম), রেজাশাহ চিশতির সমাধি (কোশাঘাটা গ্রাম), কুতুব-উল আলম শাহের সমাধি (মুন্সিপুর), অজানা পীরের সমাধি ও মসজিদ (শিবনগর), জগন্নাথপুর মন্দির।
ঐতিহাসিক ঘটনাবলি এই অঞ্চলে ব্যাপকভাবে নীল বিদ্রোহ এবং কৃষকদের আন্দোলন ছিল। 1869 এবং 1873 সালের খাজনাবন্ধ আন্দোলনে এই এলাকার কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1920 সালের এপ্রিল মাসে এই উপজেলায় বাংলার প্রথম কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে দামুড়হুদার মদনা গ্রামে পাকবাহিনী অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং বহু নিরীহ মানুষকে হত্যা করে। ৫ আগস্ট মেহেরপুর জেলার বাগোয়ান গ্রামের মাঠে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর সংঘর্ষে ৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
দর্শনা-মুজিবনগর আঞ্চলিক সড়কের পাশে শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ হলো কৃতীউদ্দা স্মৃতিসৌধ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS