Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
কিভাবে যাওয়া যায়

১. চুয়াডাঙ্গা শহর হতে বাস/সিএনজি যোগে দর্শনা বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়।

২. চুয়াডাঙ্গা স্টেশন হতে ট্রেনযোগে দর্শনা স্টেশন তারপর হেটে/ভ্যানে করে দর্শনা বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়

বাসস্ট্যান্ড হতে অটো/ভ্যান/পাখি ভ্যানে করে দর্শনা কলেজে এ যাওয়া যায়।

ভাড়াঃ   চুয়াডাঙ্গা-দর্শনা ১. বাস/সিএনজি যোগে-২০/২৫ টাকা।

         দর্শনা বাসস্ট্যান্ড হতে অটো/ভ্যান/পাখি ভ্যানে ৫/- টাকা

বিস্তারিত

·মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ - ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন দর্শনা কলেজ পা্রঙ্গনে তৎকালীন অধ্যক্ষ ও দুই জন প্রভাষক-কে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। বর্তমান দর্শনা সরকারী কলেজের অভ্যন্তরের সেই প্রাঙ্গনটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে।