চুয়াডাঙ্গা জেলার প্রাচীনতম স্থানের মধ্যে দামুড়হুদা অন্যতম। দামুড়হুদা উপজেলা চুয়াডাঙ্গা জেলার প্রথম মহাকুমার সদর দপ্তর ছিল। অত্র উপজেলায় কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের বোনের বাড়ীসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজরিত আটচালা কুড়ি ঘরসহ প্রাচীন ঐতিহ্য-এর অনেক স্থান অত্র উপজেলাতে অবস্থিত। এশিয়ার বৃহৎ চিনিকল ও কাস্টম অফিস এই উপজেলাতে অবস্থিত। বাংলাদেশের প্রথম রেল লাইন সহ কপোতক্ষ ও ভৈরব নদীর সংযোগ স্থল এই উপজেলার মধ্যে রয়েছে।
যোগাযোগঃ চুয়াডাঙ্গা জেলা সদর হতে অত্র উপজেলার দুরুত্ব 10 কিলোমিটার। ট্রেন বা বাসযোগে বাংলাদেশের প্রত্যেক স্থান হতে এই উপজেলাতে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস