Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তালসারী
বিস্তারিত

তালসারি কার্পাসডাঙ্গা ইউনিয়নে হরিরামপুর-সিবনগর ও ডিসি ইকো পার্কের প্রবেশ রাস্তার দু-পাশে সারিবদ্ধ তালগাছ থাকায় এই রাস্তার নামকরণ করা হয়েছে তালসারি। জমিদার নফর পাল চৌধরীর স্মৃতিবিজরিত এই তালসারি রাস্তা দিয়ে কোলকাতা যাওয়ার রাস্তা ছিল। বতমানে 48 একর বিভিন্ন প্রজাতির বগান ও 78 একর বটতলী বিলের জলকর নিয়ে ডিসি ইকো পার্কে তৈরি হয়েছে। যার একমাত্র রাস্তা হলো এই তালসারি।

 

যাতায়াতঃ চুয়াডাঙ্গা জেলা সদর থেকে এই তালসারির দুরুত্ব প্রায় 25 কিলোমিটার চুয়াডাঙ্গা/ দামুড়হুদা বাসষ্ট্যান্ড থেকে বাস, সিএনজি, ভ্যান, রিক্সা, অটোবাইক, নসিমন-করিমন বা যে কোন যানবহন দ্বারা তালসারি যাওয়া যায়।

 

খরচঃ চুয়াডাঙ্গা থেকে বাসে 30*2 = 60 টাকা যাতায়াত খরচ হতে পারে।