দামুড়হুদা উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের উত্তরবঙ্গ, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবু ও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহা প্রাণ ধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। দামুড়হুদা উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত কুষ্টিয়া জেলার ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। দামুড়হুদা উপজেলার মানুষেরআচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে দামুড়হুদার সভ্যতা বহু প্রাচীন। এই এলাকায় প্রাপ্তপ্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। সাংস্কৃতিক পরিমন্ডলে দামুড়হুদার অবদানও অনস্বীকার্য। দামুড়হুদা উপজেলায় রয়েছে অনেক মহত গুনি বাউল ফকিরের মাজার। উপজেলার ঐতিহ্যর মধ্যে যে সব দর্শনীয় ও ঐতিহ্য বহন করে তার মধ্যে জয়রাপুর জমিদার বাড়ী, দর্শনা কেরু এন্ড কোং, কুড়ুলগাছি জমিদার বাড়ী, কার্পাসডাঙ্গা গীর্জা, কার্পাসডাঙ্গা কাজী নজরুল ইসলামের কুটির বাড়ী, তালসারী, নাটুদাহ হাজার দুয়ারী স্কুল, আটকবর, জগনাথপুর জমিদার বাড়ী, ইব্রাহিমপুর মল্লিক বাড়ী ও বিনোদন পার্ক ইত্যাদি দর্শনীয় স্থানের মধ্যে ঐতিহ্য বহন করে ।
যে সব সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা অত্র উপজেলায় কাজ করছে সে গুলো হলোঃ
· দামুড়হুদামুক্তিযোদ্ধাসংসদ।
· উপজেলাশিল্পকলাএকাডেমী, দামুড়হুদা।
·
প্রাচীন কাল থেকেই দামুড়হুদা উপজেলার জনগোষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতি বছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিতহয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ফুটবল, ক্রীকেট, হ্যান্ডবল, ভলিবল, সাতার আধিপত্য দেখাগেলেও অন্যান্য গ্রামীণ খেলাও পিছিয়ে নেই। দামুড়হুদায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে দামুড়হুদা স্টেডিয়াম মাঠ ও পাইলট স্কুল মাঠ অন্যতম। মঠেগুলোতে নিম্ন লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(ক)আট শহীদ গোল্ডকাপ ফুটবলটুর্নামেন্ট
(খ) গুডলাক গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট
(গ)ইউ এন ও কাপ ক্রিকেট টুর্ণামেন্ড
(ঘ) স্কুল ও কলেজ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতা
(ঙ) প্রথমিক স্তরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ড ইত্যাদি।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)